নাগরিক সেবা (www.nagoriksheba.gov.bd) অ্যাপ্লিকেশনে আপনাকে স্বাগতম। নিম্নেউল্লেখিত সকল বিধি
ও শর্তাবলী গুলো নাগরিক সেবা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি এই অ্যাপ্লিকেশন
ব্রাউজ করতে চান এবং ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি নিম্নে উল্লেখিত সকল বিধি ও শর্তাবলী
গুলো মেনে নিচ্ছেন এবং এই অনুযায়ী অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন। সুতরাং নিম্নে উল্লেখিত সকল
বিধি ও শর্তাবলী গুলো মনযোগ সহকারে পড়ার অনুরোধ করা হলো।
- নাগরিক সেবা অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফিচার ও সেবা সমূহ ব্যবহারের জন্য প্রশাসনিক ইউজারদের
রেজিস্ট্রেশন করতে হবে। ব্যবহার ও রেজিস্ট্রেশনের শর্ত হিসেবে, আপনি যেকোন প্রয়োজনে নাগরিক
সেবা কর্তৃপক্ষকে আপনার সাথে যোগাযোগের সম্মতি দিচ্ছেন। রেজিস্ট্রেশনের পর আপনাকে ইউজার
আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে।
-
ইউজার আইডি ও পাসওয়ার্ড এর মাধ্যমে আপনি নাগরিক সেবা অ্যাপ্লিকেশনে লগইন করতে পারবেন।
প্রথমবার লগইন করার সময় আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে এবং সফল ভাবে ওটিপি ভেরিফিকেশন এর
মাধ্যমে লগইন করতে পারবেন। লগইন করার পরে আপনি নাগরিকদের তথ্য এন্ট্রি করতে পারবেন।
-
আপনাকে প্রদানকৃত অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এর রক্ষনাবেক্ষনের দায়-দায়িত্ব আপনার ও এর
মাধ্যমে যাবতীয় কাজের জন্য আপনি দায়বদ্ধ থাকবেন। আপনি সম্মতি জানাচ্ছেন যে, অন্য কেউ এই
পাসওয়ার্ডটি কখনো জানবে না এবং এই পাসওয়ার্ডের আওতায় এই সাইটে করা প্রতিটি কর্মকান্ডের
দায়িত্ব আপনার হবে, তা সেই কর্মকান্ড আপনি বা অন্য যে কেউ করে থাকুক না কেন।
-
আপনার জানামতে কিংবা অজ্ঞাতসারে আপনার অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড যদি অন্য কেউ ব্যবহার করেন
এবং এর
ফলে যদি আপনার কোন ক্ষতি হয়, তার জন্য সর্বতোভাবে আপনিই দায়ী থাকবেন, কোনভাবেই নাগরিক সেবা
দায়ী
থাকবে না। আপনি এই মর্মে সম্মতি দিচ্ছেন যে, আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এর যেকোন
অপ্রাতিষ্ঠানিক/ভুল ব্যবহারের জন্য অথবা অপব্যবহার জন্য নাগরিক সেবা কর্তৃপক্ষ
তাৎক্ষণীকভাবে
প্রয়োজনীয় যেকোন পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। আপনার পাসওয়ার্ডের কোন ভুল ব্যবহার হওয়ার
সাথে
সাথে আপনি নাগরিক সেবায় যোগাযোগ করবেন।
-
নাগরিক সেবা অ্যাপ্লিকেশনটি বাংলাদেশে প্রচলিত এবং সংশ্লিষ্ট সকল আইন মেনে পরিচালিত হবে।
নাগরিকগণ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ও সিটি কর্পোরেশন ইত্যাদি)
কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ভুল তথ্য প্রদানপূর্বক উক্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেবা
নিতে/প্রদান করতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী থাকিবে। এক্ষেত্রে কারিগরি
প্রতিষ্ঠান/বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোনভাবে দায়ী থাকবে না। ভুল তথ্যের মাধ্যমে কোন সনদ
প্রদান করা হলে সনদপত্রটি তৎক্ষনাৎ বাতিল বলে গণ্য হবে।
-
অ্যাপ্লিকেশনের কাজে বাধা, ক্ষতি কিংবা বিচ্যুতি ঘটে - এমনভাবে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা
যাবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার নিজস্ব কম্পিউটার থেকে পাঠানো যাবতীয় তথ্য
ও যোগাযোগের দায়ভার সম্পূর্ণ আপনার।
-
নাগরিক সেবা অ্যাপ্লিকেশনে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে অন্যান্য সাইটের লিংক সংযুক্ত করা
হবে। এইসব বহিরাগত বা এক্সটার্নাল লিংক-এর কন্টেন্টসমূহের জন্য আমরা দায়বদ্ধ নই। তাই,
আপনাকে নিজ দায়িত্বে এইসব লিংক ব্যবহার এবং এর ওপর নির্ভর করতে হবে। এক্সটার্নাল লিংক ভিজিট
করার সময় অবশ্যই সেই সাইট ব্যবহারের শর্তাবলী ও নিয়মাবলী মেনে নিতে হবে।
-
এই সাইট ব্যবহার করার জন্য, আমাদের নিয়মকানুন বোঝার জন্য অনুগ্রহ করে -এর গোপনীয়তার
নীতিমালা দেখে নিন। আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার চালিয়ে গেলে আমরা ধরে নেবো যে, আপনি
বিধি ও শর্তাবলী এবং গোপনীয়তার নীতিমালা মেনে নিচ্ছেন।
-
নাগরিক সেবা কর্তৃপক্ষ যে কোন প্রয়োজনে বিধি ও শর্তাবলীর সংযোজন, বিয়োজন, পরিবর্তন করতে
পারে এবং তা অনলাইনে আপডেট হওয়ার সাথে সাথে কার্যকর হবে।
-
বিধি ও শর্তাবলী বা নাগরিক সেবা অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে
অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।